ডেঙ্গু রোগের প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ “শিশুদের জন্য কর্মসূচী ” প্রকল্পের আওতায় আজ ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নে শিশুদের মাঝে মশারী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
চর নাজিরপুরের কামাল সরদার এবং আনিস সিকদারের বাড়িতে আয়োজিত এ কার্যক্রমে ডুমুর মিশ্র শিশু দল এবং করমচা মিশ্র শিশুদলের সদস্য শিশুদের হাতে মশারী তুলে দেওয়া হয়। ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকির কারণে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
সেইন্ট-বাংলাদেশের এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসার সাথে গ্রহণ করেছেন। তারা মনে করেন, এই উদ্যোগ শিশুর স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে এবং ডেঙ্গুর প্রকোপ রোধে কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
স্থানীয়রা বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে এই ধরনের সহায়তা কার্যক্রম অত্যন্ত জরুরি।
এসময় উপস্থিত ছিলেন সেইন্ট-বাংলাদেশ এর নাজিরপুর ইউনিয়নের ইউনিয়ন ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য) রজত বিশ্বাস, ইউনিয়ন ফ্যাসিলিটেটর (শিক্ষা) মোহাম্মদ তানজীল, এফডাব্লিউএ রোকসানা আক্তার, কাচিরচর সাহেবের চর দাখিল মাদ্রাসার শিক্ষক মরিয়ম বেগম, কমিউনিটি হেল্থ ভলান্টিয়ার মোসাঃ লিমা এবং CSG সদস্য আনিচ সিকদার।