ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ববিতে এআইএস ক্লাবের নেতৃত্বে ইমাম-নূর মোহাম্মদ

আবু উবাইদা - ববি প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এআইএস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে মোঃ ইমাম মেহেদী হাসান এবং সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে নূর মোহাম্মদ।

আজ (২৬ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উপদেষ্টা হিসাবে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন।

অন্যান্য সদস্যদের মধ্যে ছিলো সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আকন, সহ-সভাপতি তানজিলা আক্তার মিম,সাদিয়া আক্তার,উম্মে হাফসা

সহসাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান

হিসাব ও অর্থ প্রদান মোঃ সাহিন আলি, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান আসাদুল ইসলাম ইমন, তথ্য প্রযুক্তি প্রধান বাঁধন দাস, মানব সম্পাদ প্রধান মোঃ ওলিউল্লাহ সায়েম, জনসংযোগ প্রধান মোঃ আনিসুর রহমান, কর্পোরেট বিষয়ক প্রধান রেজাউল কবির দিগন্ত, গবেষণা ও উন্নয়ন প্রধান মোঃ আবু হুরায়রা ফয়সাল, কৌশাল এবং এআইএস ফোরাম উন্নয়ন প্রধান সোহাগ, সদস্য সেবা ও সহায়তা প্রধান সামরিন সুলতানা সিমিম, প্রচার প্রধান মোঃ তানভির এনায়েত উল্লাহ।

সভাপতি বলেন,“BU AIS FORUM” ফোরামের সভাপতি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক অসাধারণ গৌরবের মুহূর্ত। এই ফোরাম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং অ্যাকাডেমিক উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। আমি কৃতজ্ঞ আমাদের শিক্ষকমণ্ডলী এবং সহপাঠীদের প্রতি, যাঁরা আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। একাউন্টিংয়ের জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগে কাজে লাগানো এবং শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি জাগ্রত করা ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ফোরামটি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী। আমি সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

সাধারন সম্পাদক তার অনুভূতি প্রকাশ করে বলেন, আপনাদের সবাইকে “BU AIS FORUM” -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। BU AIS FORUM কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের স্বপ্ন ও উদ্যোগের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, কার্যকর প্রশিক্ষণ, এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সদস্যদের আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হব।আজকের দিনটি শুধু একটি যাত্রার শুরু নয়, বরং আমাদের নতুন লক্ষ্য এবং দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। আমরা একসঙ্গে কাজ করে এই ফোরামকে একটি প্ল্যাটফর্মে পরিণত করব, যা কেবল দক্ষতার উন্নয়ন নয়, বরং সহযোগিতার এক দৃষ্টান্ত স্থাপন করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।