ডিমে পুষ্টি ডিমে শক্তি ডিমে আছে রোগ মুক্তি এই স্লোগান নিয়ে আজ ১১ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায়, বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল এর আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সপাল সায়েন্টিফিক অফিসার এফডিআইএল বরিশাল ডাঃ মোঃ নুরুল আলম, জেলা প্রাণিসম্পদ অফিসার বরিশাল ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরিশাল ডাঃ মোঃ লুৎফর রহমান।
এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব ডিম দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।