আজ ৮ এপ্রিল সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আমাদের পাঠশালার ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ এসএনডিসির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী ৫০ জন দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত শিশু শিশুদের মাঝে পবিত্র ঈদ উল ফিরত উপলক্ষ্যে ঈদের উপহার পোশাক বিতরণ করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।