ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাথা নয় মেধা চাই; ছাত্রদল নেত্রী জান্নাতুল উর্মি নওরিন

ববি প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এবং ববি শাখা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক বললেন মাথা নয় সুস্থ রাজনীতি করার মেধা চাই। যাদের চাঁদাবাজি করার ইচ্ছা আছে, ক্যাম্পাসে নেশা করার বা নেশার দ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার ইচ্ছা আছে তাদের রাজনীতিতে আসার দরকার নেই। আজ রবিবার (২৭ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

জানা গেছে, ২০২০ সালের ১ লা মার্চ , পরীক্ষার হল থেকে বের হয়ে
ববি ছাত্রলীগ কতৃক হামলা ও নির্যাতনের শিকার হয়ে তিনি চারবছর পর আজ বিশ্ববিদ্যালয়ে আসেন অনুজদের সাথে মতবিনিময় করতে এবং ক্যাম্পাস পরিদর্শন করতে আসেন ছাত্রদল নেত্রী জান্নাতুল উর্মি নওরিন। এসময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীসহ ছাত্রদল কর্মীদের সাথে মত বিনিময় করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মত বিনিময়ে তিনি বলেন, আমি ক্যাম্পাসে পজিটিভ রাজনৈতি চাই। কেউ টাকা দিতে চাইলে বা জোর করলে রাজনীতিতে আসবেন না। এতদিন ক্যাম্পাসে ছাত্রলীগের কারনে রাজনৈতিক অবস্থা ভালো ছিলো না, তবে আমি চাই এই অবস্থায় কেউ আর না পড়ুক। আমরা সবাই সবার জন্যে থাকবো। এতদিন হল দখলসহ নানান ধরনের অনিয়ম চলছে, আমরা চাইবো হলে প্রক্টরিয়াল বডি বাদে অন্য কোনো রাজনৈতিক দল যেনো ক্ষমতা দেখাতে না পারে। আমাদের সাথে রাজনীতি করলে আমরা টাকা দিতে পারবো না, খাবার ফ্রি দিতে পারবো না, ক্যান্টনের খাবার ফ্রি হবে না। তবে আমি শেখাবো প্রতিটা রাজনৈতিক সেক্টরে নেটওয়ার্ক তৈরি করা যায়। এই বিশ্ববিদ্যালয় যতগুলা সামাজিক সংগঠনে আগ্রহী ও সাধারন শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ ও স্কিল ডেভেলপমেন্টে সর্বোচ্চ সামাজিক কাজ করার প্লান আছে আমাদের। এটা বাস্তবায়নে আমরা সকলের সাহায্য চাই।

এসময়ে তিনি রাজনীতি করার কারনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন যেগুলোর সম্মুখীন হয়েছেন তিনি। সকলে সুস্থ রাজনীতি করার জন্যে এবং দেশের হয়ে কাজ করার জন্যে আহ্বান জানান।

উল্লেখ, ববি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দ্রুতই নতুন কমিটি দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটি থেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।