ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে ওষুধের দাম কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

যেকোনো মূল্যে ওষুধের দাম কমানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। জানিয়েছেন, স্বাস্থ্য সচিবের সাথে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, হৃদরোগের চিকিৎসার জন্য হার্টের রিং বা স্টান্টিংয়ের ক্ষেত্রে সবশেষ নির্ধারিত দামই থাকবে। কেউ বেশি দাম নিলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বৈঠক শেষে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ জানান, ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়েনি। এর বাইরে যেসব ওষুধের দাম বেড়েছে, এর কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করেন তিনি।

তবে, এই বৈঠকে ওষুধের দাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।