রাজশাহী কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (৪ মার্চ) গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধিভুক্তর এ তথ্য প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
জান্নাতুল খাতুন নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী তার ফেসবুকে লিখেছেন,
এই অধিভুক্ততে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হবেনা বরং কলেজ গুলো ক্ষতিগ্রস্ত হবে।রাজশাহী কলেজের ইতিহাস ঐতিহ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও পুরনো। রাজশাহী কলেজ তার নিজস্ব অস্তিত্ব হারাবে।বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তার নিজস্ব ডেপ্টগুলোকে অগ্রাধিকার দিবে, কলেজগুলো ক্ষতিগ্রস্ত হবে।আর রাজশাহী কলেজের ক্ষতির কথা আর না-ই বলি।আফসোস বিশ্ববিদ্যালয় গুলো শুধু সাধারন শিক্ষার্থীদের রক্ত চুষতে পারে আর এসব বিষয়ে নীরব ভুমিকা পালন করে।এরপরও তারা নিজেদের স্বায়ত্বশাসিত বলে দাবি করে। অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি রাজশাহী কলেজে। এখন বলতে হচ্ছে, ভাল থেকো চিরযৌবনা আমার আবেগের রাজশাহী কলেজ!
একই কলেজের রবিউল ইসলাম মিন্টু নামের আরেক শিক্ষার্থী এক পোস্টে লিখেছেন, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়া মানে নিজেদের দীর্ঘদিন এর সুনাম এক মূহুর্তে বিনষ্ট করা। সকলের উদ্দেশ্য একটা স্পষ্ট বার্তা দিতে চাই যেখানে আমরা নিজেরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হবার যোগ্যতা রাখি আবার অনেক স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে আছি এরকম পজিশনে থেকে কোনোভাবেই কারো অধিভুক্ত হওয়া মেনে নেব না। ঈদ পরবর্তী ছুটি শেষে ৭ দিনের মাঝে আমাদের দাবি উত্থাপন করব। না মানলে দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নেবনা।
এ বিষয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী বলেন, ‘সরকার যেমন আদেশ দেবে তেমনটি করতে হবে। এখন এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে পারছি না। তবে এখানে মান ক্ষুন্ন বা সুনাম নষ্ট হওয়ার কিছু নেই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভালো কিছু চিন্তা হবে। ভালো কিছু হবে। আমরা কেবলই চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, খুললে আমরা বসব। তখন এটি সম্পর্কে বলতে পারব।’
কার্যক্রম পরিচালনার বিষয়ে তিনি আরও বলেন, ‘ আমরা এইটুকু বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কলেজ ইন্সপেক্টর অফিস আছে। আমাদের অবকাঠামো আছে, অভিজ্ঞতা আছে। ভালো কিছু হবে। আমরা বসব, এরপরই বুঝতে পারব এটি কীভাবে রান করা হবে। তবে আমি আশা করি বেশ ভালোই হবে।’
উলেখ্য, রাজশাহীতে চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামে পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করা হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো হলো চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজ।
মন্তব্য করুন