ঝালকাঠি টু বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় আজ বিকেলে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে বাসটিতেও।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ অন্তত পাঁচজন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
মন্তব্য করুন