বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের টেলিভিশন কক্ষে কোনো টিভি নেই। এ কারণে এশিয়া কাপের খেলা দেখতে না পারায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণত শিক্ষার্থীরা একসঙ্গে টিভি দেখার মাধ্যমে যে বিনোদনের সুযোগ পায়, এশিয়া কাপ চলাকালে সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
এসময় অনেক শিক্ষার্থীকে পাশের বিজয়-২৪ হলে গিয়ে খেলা দেখতে হচ্ছে, আবার কেউ কেউ মোবাইলের ছোট পর্দায় খেলা দেখছেন।
হলের আবাসিক শিক্ষার্থী জুনায়েদ রয়েল হলের ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘বিজয় ২৪ হলের থেকে কি শেরে বাংলা হলের বাজেট কম দেওয়া হয়? নাকি আবাসিক শিক্ষার্থীরা টাকা কম দেয়? এই হলের ডাইনিং, টিভি রুম—কোনো কিছুই ঠিক থাকে না। অথচ পাশেই বিজয় ২৪ হল কত সুন্দর ও পরিপাটি! এই ব্যর্থতা কার?’ তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আপনাদের উন্নয়নের জোয়ারে ভাসানোর দরকার নেই, হলটা অন্তত বিজয় ২৪ হলের মতো করে দিন।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘এশিয়া কাপ চলছে, খেলা দেখা যায় না। তবে নিচে একটা বড় আয়না লাগানো হয়েছে, যাতে বাইরে যাওয়ার সময় নিজেদের চেহারা দেখা যায়। এশিয়া কাপ চলছে, খেলা দেখার জন্য বিজয় ২৪ হলে গেলে নানা কথা শুনতে হয়। প্রশাসন শুধু প্রহসনের জন্য আছে, কাজের নামে চলে শুধু তামাশা।’
মন্তব্য করুন