স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন আন্দোলনের সক্রিয় কর্মী আযম খান নাফিস।
মঙ্গলবার রাতে নিজের বক্তব্যে নাফিস বলেন, “আমাদের যাই হোক না কেন, স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তাতে যা-ই হোক।” তিনি আরও বলেন, “আজ আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু আজকেই শপথ নিয়েছি স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত এ রাজপথ ছাড়বো না। তাতে যদি আমার মৃত্যুও হয়। আর আমি যদি আন্দোলনরত অবস্থায় মারা যাই, আমার জানাজা শেবাচিম হাসপাতালের সামনেই দিবেন—এ অনুরোধ রইল।”
তার এই বক্তব্য আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করেছেন, “এই ত্যাগ বৃথা যাবে না।”
মন্তব্য করুন