বৈষম্যবিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ আগস্ট) সন্ধা ৭টার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হোস্টেলের জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো.কামরুল ইসলাম উপস্থিত সবার কাছে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ, মাহফুজুর রহমান মুগ্ধসহ যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএম কলেজ ডিগ্রি হোস্টেল মসজিদের ইমাম হাফেজ মো.সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীসহ এলাকার মুসুল্লিরা । পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।