দেশের ৯টি জেলা ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত। দেশের এই সংকটময় মুহূর্তে রিফর্ম বরিশাল এর উদ্যোগে বরিশাল বেলস পার্কে আজ থেকে শুরু হচ্ছে গণত্রাণ কর্মসূচি।
শুক্রবার (২৩ আগস্ট) রিফর্ম বরিশাল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা।
ফেসবুক পোস্ট থেকে জানা যায় ,আজ শনিবার (২৪ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় দুপুর ২ টা থেকে ৮ টা পর্যন্ত চলবে গণত্রাণ সংগ্রহ কর্মসূচী।
যে জিনিসগুলোর প্রয়োজন:
১। শুকনা খাবার (চিড়া, মুড়ি, বিস্কিট, টোস্ট, গুড়, ছাতু, বাদাম ইত্যাদি)
২। স্যালাইন, জরুরি ঔষধ
৩। স্যানিটারি ন্যাপকিন
৪। শিশুখাদ্য (দুধ, সুজি ইত্যাদি)
৫। চাল, ডাল, লবন
৬। মোমবাতি, দিয়াশলাই
৭। পলিথিন ইত্যাদি।
এ ছাড়া আপনারা অর্থ সাহায্য করতে পারেন। ব্যাংক একাউন্টে বা সরাসরি বেলস পার্কে অথবা বিকাশ অ্যাকাউন্টে
ফান্ড রেইজিং একাউন্ট ডিটেইল:
bKash – 01301277043 (Personal)
bkash- 01754454879 (Personal)
Nagad – 01754454879 (Personal)
Bank – Eastern Bank Ltd
MD. NAYAMUL ISLAM RONI
4021440003908
Barisal Branch
*রেফারেন্সে “Flood” লিখে দেবার চেষ্টা করবেন।