ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
আগস্ট ২৫, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের গৌরনদীতে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী যমুনা লাইন পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। রোববার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া যমুনা লাইনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া মাহিন্দ্রায় থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও তার চালক সুজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।