সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বিএসটিআই বরিশাল এর আয়োজনে, সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব মান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার এর প্রতিনিধি, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মেট্রোলজি ও অফিস প্রধান বিএসটিআই বরিশাল মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।