বরিশালের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক বাংলাদেশ বাণী আসছে নতুন আঙ্গিক ও আধুনিক ফরম্যাটে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের জন্য আরো আকর্ষণীয় ও তথ্যবহুল কন্টেন্ট উপস্থাপনের লক্ষ্যে পত্রিকাটি তার সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে।
নতুন আঙ্গিকে প্রকাশিত এই সংস্করণে থাকবে তাজা খবর, গভীর বিশ্লেষণ, এবং বিনোদনমূলক বিভাগ। ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকবে বিশেষ আয়োজন, যা পাঠকদের নতুন অভিজ্ঞতা এনে দেবে। বাংলাদেশের গণমাধ্যম জগতে এটি হবে এক নতুন মাইলফলক।
পত্রিকার সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দীন জানিয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও পাঠকের চাহিদা বিবেচনায় রেখে ডিজাইন, ফিচার এবং বিষয়বস্তুর বৈচিত্র্যে পরিবর্তন আনা হচ্ছে। পাঠকদের জন্য থাকবে দেশ-বিদেশের খবর, বিশেষজ্ঞ মতামত, লাইফস্টাইল এবং তরুণ প্রজন্মের জন্য আলাদা সেগমেন্ট।
নতুন এই উদ্যোগের মাধ্যমে দৈনিক বাংলাদেশ বাণী তার দীর্ঘ ঐতিহ্যকে আরো শক্তিশালী করতে এবং ভবিষ্যতের পাঠকদের কাছে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ।