ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আমি চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হয়ে কাজ করতে চাই- এসএম জাকির হোসেন

নিউজ ডেস্ক
মে ৫, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে উঠোন বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন। শনিবার (৪ মে) বিকেলে চরকাউয়া ইউনিয়নের মৃধা বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
স্থানীয় আমির হোসেন মৃধার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকির হোসেন বলেন, আমি আপনাদেরই সন্তান। তাই আপনাদের চেয়ারম্যান হিসেবে নয়, আমি সব সময় সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে একটি বার সেবা করার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ বরিশাল সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলেবো।

তিনি আরও বলেন, আমি সকলকে সাথে নিয়ে উন্নয়নের মাধ্যমে বরিশাল সদর উপজেলাকে এমন একটি উপজেলা গড়তে চাই, যেখানে দেশের অন্যান্য উপজেলার মানুষ বরিশাল সদরকে দেখতে আসবে।

এস এম জাকির বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও ব্যাপক  ভূমিকা রয়েছে। তাই আগামী ৮ মে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য আপনাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন বলে আমি আশা করি।

সমাজসেবক ও ব্যবসায়ী ফজলে রাব্বি অনগ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রানা, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল আলম লিটন ও সমাজসেবক গোলাম মহিউদ্দিন মিল্টনসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

পরে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন চরকাউয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পথসভায় অংশ নেন এবং বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

অন্যদিকে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পতাং বাজার, টুঙ্গিবাড়িয়া গ্রামের বিভিন্ন বাড়িতে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন এসএম জাকির হোসেনের স্ত্রী ফাতিমা জাকির ও পরিবারের অন্য সদস্যরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।