উজিরপুরে রক্তদান নিয়ে কাজ করা সামাজিক সংগঠন “উজিরপুর ব্লাড ডোনেট ক্লাব (WBDC) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷ । আজ ২৭ অক্টোবর রবিবার উজিরপুর সৈয়দ গনি আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাবটি রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষকে সহযোগিতা করেছে এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচীতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আগত ব্যক্তিরা উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের সাফল্য ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
ক্লাবের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম জানান, “আমরা ৫ বছরের এই যাত্রায় অনেক মানুষের রক্ত খুঁজে পেতে সহযোগিতা করেছি এবং নিজেও সর্বদা রক্তদানে চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। আমাদের মূল লক্ষ্য হলো রক্তদানের মাধ্যমে সমাজের জন্য কিছু করা।”
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো: ইসমাইল রাড়ী, সিনিয়র সহ সভাপতি মো: শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম সেপাই, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: তাসনিম আক্তার এবং অর্থ বিষয়ক সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক ধামুরা ব্লাড ডোনার্স ক্লাব এর সাধারন সম্পাদক মো:আরিফ এবং সিনিয়র সহ সভাপতি জাবেদুল ইসলাম, বন্ধুমহল ব্লাড ডোনেট ক্লাব এর বরিশাল জেলার সমন্বয়ক মো: আমিনুল্লাহ হাসান, বানারীপাড়া ব্লাড ব্যাংক এর সাধারন সম্পাদক জনাব মো: রাশেদুল ইসলামসহ আরো অনেকে।