বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানার ৬,৮ ও ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ ১৪ই মার্চ শুক্রবার নগরীর আছমত আলী খান ইন্সটিটিউট(এ কে স্কুল) মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি ও মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, ব্যাবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কোতয়ালী উত্তর থানা নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবীর। ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু, বিশিষ্ট ব্যবসায়ী আদনান হোসেন, সাইদুর রহমান শাহীন, সিদ্দিকুর রহমান, মওলানা শাহাদাৎ হোসেন প্রমুখ, কোতয়ালী উত্তর থানা কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, আব্দুস সত্তার, মোকসেদুর রহমান প্রমুখ।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে কশাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী।
মন্তব্য করুন