ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের নতুন ব্যাটিং কোচ হেম্প ও পেস বোলিং কোচ অ্যাডামস

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রি অ্যাডামসকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য উভয় কোচের সঙ্গে চুক্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

টাইগারদের নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প বারমুডার সাবেক ব্যাটার। আর পেস বোলিং কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যাডামস নিউজিল্যান্ডের সাবেক পেস বোলিং অলরাউন্ডার। তবে তার জন্ম অকল্যান্ডে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তারা।

এর আগে, জাতীয় দলের নতুন ব্যাটিং, পেস বোলিং, ট্রেনার ও পারফরম্যান্স অ্যানালিস্ট কোচ নিয়োগের জন্য আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দেয় বিসিবি। দেশ ও বিদেশের বিভিন্ন কোচরা নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে আবেদন করেন। সেখান থেকে বাছাইকৃতদের সাক্ষাৎকার নেয়া হলে, সেখান থেকে তিনজন করে ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম সুপারিশ করে কোচ নিয়োগ কমিটি। পরে, বিসিবি পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত কোচ হিসেবে কে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন সে সিদ্ধান্ত নেয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।