বরিশাল মহানগরীর আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ২৫ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ফেব্রুয়ারি/২৪ খ্রিঃ মাসজুড়ে বিভিন্ন দিনে বরিশাল মহানগরীর বেশকিছু আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।
নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার হোটেল সুইডেন প্যালেস, ফলপট্টি মোড় এলাকার হোটেল নক্ষত্র প্যালেস, মহসিন মার্কেট এলাকার হোটেল মনপুরা, চাঁদমারি এলাকার হোটেল আজাদ, পোর্ট রোডস্থ বাকেরগঞ্জ আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী ও পুরুষসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।