শীতের মৌসুম শুরু হওয়ায় বরিশালে ক্রেতাদের মধ্যে শীতের পোশাক কেনার উৎসাহ লক্ষ করা যাচ্ছে। বরিশাল কালেক্টরেট পুকুর পাড়ে বসা ভ্যানগাড়ির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। আজ শুক্রবার থাকায় ক্রেতাদের উপস্থিতি ছিল আরও বেশি।
ভ্যানগাড়ির দোকানদার আজিজ সরদার জানান, “শীতের শুরু বলে এখনও ক্রেতা কম, তবে শুক্রবার হওয়ায় বিক্রি বেশ ভালো হয়েছে। আমাদের এখানে ৫০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত দামের বিভিন্ন পোশাক পাওয়া যায়। আমরা ঢাকা থেকে গাইড এনে পোশাক সংগ্রহ করি এবং মান অনুযায়ী দামে বিক্রি করি। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পোশাক কিনতে আসেন।”
এক ক্রেতা, যিনি নাম প্রকাশ করতে চাননি, বলেন, “মার্কেটের তুলনায় এখানে অনেক কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। একটু সময় নিয়ে বেছে নিতে হয়, তবে এতে কেনার মজাটা বেশি। মার্কেটে গিয়ে পছন্দমতো জিনিস খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে ভালো কাপড় পেয়ে যাচ্ছি।”
এখানকার পোশাকগুলোর মান এবং দামের বৈচিত্র্যের জন্য ক্রেতারা বেশ সন্তুষ্ট। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই দোকানগুলোর বিক্রি আরও বেড়ে যাবে বলে আশা করছেন দোকানদাররা।