বরিশালে এইচএসসি পরীক্ষার হলে বসে সুমা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। সুমা সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী।
রোববার (৭ জুলাই) অমৃত লাল দে কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সময় বিষপান করে সুমা। পরে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
এ বিষয়ে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু বলেন, পরীক্ষার হলে বসে কীটনাশক জাতীয় বিষপান করে সুমা। পরে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।