ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ দায়ীদের বিচারের দাবিতে বরিশালে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। বুধবার (১৪ আগস্ট) সকালে নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হল চত্বরে এ অবস্থান কর্মসূচি চলছে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এটি বৃহস্পতিবার ১৫ আগস্টও চলবে।
এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হন। যেখানে শ্রমিকদল,মহিলা দল,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। নগরের বিভিন্ন এলাকায় মিছিল করার পাশাপাশি বিএনপির নেতাদের মোটরবাইক মহড়া দিতেও দেখা যায়।