শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণের দাবি। শিক্ষার্থীরা বলছে না কোটা চাই না, বরং শিক্ষার্থীরা বলছে কোটাকে সংস্কারের মাধ্যমে ন্যূনতম পর্যায়ে ৫% নিয়ে আসার কথা।
বরিশাল সরকারী ব্রজমোহল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, আজকের পদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে আমরা এর সঠিক সমাধান নিয়ে পড়ার টেবিলে বসতে চাই। কারণ আমাদের এই দাবি গন দাবিতে পরিণত হয়েছে।
আজকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য প্রত্যেকটা শিক্ষার্থী মরিয়া হয়ে উঠেছে। বিনিময়ে আমরা পেয়েছি কুমিল্লাতে, ভোলাতে আমাদের বুকে বুলেট এবং বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার। আজকে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বুলেট কিনে সেই বুলেট সাধারণ জনগনের সন্তানদের বুকে নিক্ষেপ করা হচ্ছে।
মোঃ হান্নান উদ্দিন শাকিল, শিক্ষার্থীঃ ব্যাবস্থাপনা বিভাগ ।