বাবুগঞ্জ-মুলাদী ফেরিঘাট থেকে প্রতিদিন পাড়াপাড় হয় অসংখ্য গাড়ি।বিকল্প কোন প্রবেশদ্বার না থাকায় সকল যানবাহন নিয়ে এই ফেরিপথে পাড়াপাড় হতে হয়।কিন্তু পাড়াপাড়ে অতিরিক্ত ভাড়ার কলে পিষ্ট হয় মানুষ। দীর্ঘদিনধরে চলে আসা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সোচ্চার হয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয় মীরগঞ্জ ফেরিঘাটে।এসময় তারা চার্টে উল্লেখিত ২৫০ টাকা ভাড়ার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায়ের প্রমান সহ আরো কিছু অনিয়ম দেখতে পায়। তখন তারা ফেরিঘাটের ইজারাদারদের সাথে কথা বলেন এবং নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নেয়ার প্রস্তাব জানায়।
শিক্ষার্থীদের চাপের মুখে পুর্বের চেয়ে অনেক কম ভাড়া আদায় করতে বাধ্য হয় ঘাট ইজারাদার।অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে উপস্থিত ইজারাদার রিয়াজ জানায় অনেক বেশি মুল্যে ঘাট ইজারা নেয়ায় এমন ভাড়া আদায় করতে হয় তাদের।শিক্ষার্থীদের চাপের মুখে এভাবে ভাড়া কম আদায় করলে তাদের অনেক বেশি লোকসান গুনতে হবে।তাই সড়ক ও জনপদ অফিসে কথা বলে পরবর্তী ভাড়া নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী ভাড়া আদায় করবেন।