ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিলো ইরান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে প্রথমবারের মতো একজন নারীকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ দেয়া হয়। খবর, তেহরান টাইমসের।

নিয়োগপ্রাপ্ত ওই নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি (৫৪)। তিনি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন মোহাজেরানি। স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন তিনি। হাসান রুহানির সরকারে টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির (নারীদের জন্য) প্রধান হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৭ সালে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন মোহাজেরানি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।