ঝালকাঠি শহরের আবাসন ৬০ ব্রাক এলাকায় কিছু উদ্যমী তরুণ তরুণীর উদ্যোগে গড়ে উঠেছে তরঙ্গের পাঠশালা। এটি কোনো সাধারণ পাঠশালা নয়, এটি এক স্বপ্নচর্চার কেন্দ্র, যেখানে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ চলছে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।
প্রতিটি শুক্রবার বিকেলে এই তরুণ দলটি শিশুদের পাঠদান, নৈতিক শিক্ষা ও ব্যক্তিগত বিকাশের নানা কার্যক্রম পরিচালনা করে। শুধু বই-পুস্তকেই সীমাবদ্ধ নয়, তারা শিশুদের মাঝে পোশাক, পাঠ্যসামগ্রী, খাদ্য ও প্রয়োজনীয় উপকরণও বিতরণ করে।
এই পাঠশালার মূল লক্ষ্য হলো সমাজের প্রান্তিক শিশুদের শিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে নেওয়া, যেন তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিশুর ভেতরেই একটা আলো আছে, শুধু সুযোগ পেলে সেটি পুরো সমাজকে আলোকিত করতে পারে বললেন তরঙ্গের পাঠশালার ভলান্টিয়ার মাহাদী হাসান আকাশ।
তরঙ্গের এই উদ্যোগ আজ অনেকের অনুপ্রেরণার নাম। তারা প্রমাণ করে দিচ্ছে পরিবর্তনের সূচনা বড় কোনো অর্থ বা অবস্থান থেকে নয়, আসে মনের ইচ্ছা ও মানবতার ডাক থেকে।
মন্তব্য করুন