শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি। সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখাসহ সরকারের পদত্যাগসহ শিক্ষার্থী–জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।
এদিকে শুক্রবার এক বিবৃতিতে যুব ইউনিয়ন বলেছে, যুদ্ধাপরাধী দলকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার বিষয়টি হাস্যকর।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।