ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলেই পুরস্কার

গত ১৮ এপ্রিল ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনায় নির্মাণ কাজে নিয়োজিত ৭ শ্রমিককে সন্দেহ করে মারধর করে এলাকাবাসী। এতে আশরাফুল ও এরশাদুল নামে দুই ভাই নিহত হন। তাদেরকে হত্যায় জড়িত ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন এবং সদস্য অজিত বিশ্বাসকে ধরিয়ে দিলে কিংবা গ্রেপ্তারে সহায়তা করলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মধুখালীর পঞ্চপল্লীর ঘটনাপরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন হেভিচ্যুয়াল অফেন্ডার স্বভাবগত অপরাধী। কোথায় কখন কীভাবে লুকিয়ে থাকতে হয় সেটি তিনি ভালো জানেন। তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। এর আগে মাগুরায় তার অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান পরিচালনার বিষয়টি জানতে পেরে তিনি পালিয়ে যান। চেয়ারম্যানকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, চেয়ারম্যানের দ্বৈত ভূমিকার কারণে তাকে প্রথমদিকে সেভাবে সন্দেহের তালিকায় রাখা হয়নি। তবে যখন ভিডিও ফুটেজে তার সম্পৃক্ততা দেখা যায় তারপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। চেয়ারম্যান, মেম্বারসহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। জড়িতদের অবস্থান বা ধরিয়ে দিতে বা গ্রেপ্তারে সহযোগিতা করলে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

কামরুল আহসান বলেন, চেয়ারম্যান তপন এবং দুই মেম্বারকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার করার জন্য এয়ারপোর্ট-বন্দর এবং বর্ডারে সতর্কতা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, ইউপি চেয়ারম্যান ইতিপূর্বে একাধিক অন্যায় করেছে। ইউএনও’র ওপর হামলা ও টিসিবি কার্ড আত্মসাতের দায়ে তাকে দুই বার বরখাস্তও করা হয়। পরে উচ্চ আদালতের আদেশে পদে ফেরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান ও মেম্বারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, রামানন্দ পাল প্রমুখ।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে স্কুলকক্ষের মেঝেতে ফেলে পেটাচ্ছেন ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাস। ভিডিও প্রকাশের পর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও মেম্বার অজিত বিশ্বাস গা ঢাকা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে

ফের ৪ দিনের রিমান্ডে পলক

মুসলিম সেনাদের সাথে ইফতার জেলেনস্কির

তামিমকে হাসপাতালে নেয়ার সময় কী হয়েছিল? যা জানালেন অ্যাম্বুলেন্স চালক

৪ কোটি টাকা প্রতারণার মামলায় সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ

এনজিওগ্রাম শেষে হার্টে রিং পরানো হয়েছে তামিমের

রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন ষড়যন্ত্র চলছে: হাসনাত আবদুল্লাহ

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বরগুনার আরিফুর রহমান

গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরায়েলের

ঐতিহাসিক বদর দিবস: ইসলামের প্রথম বিজয়ের গৌরবোজ্জ্বল স্মৃতি

১০

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩১ লক্ষ টাকার চেক হস্তান্তর

১১

হ্যাঁ আমি ছাত্রলীগ, সো কি হয়েছে -গলাচিপার ইউএনও

১২

নগরীতে গণপিটুনিতে ধর্ষণ মামলার আসামি নিহত

১৩

ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা, হয়ে গেলেন সন্ধানী’র আহ্বায়ক

১৪

বরিশালে প্রবাসীর বউয়ের সাথে ধরা খেলো শিবির নেতা

১৫

প্রতিটি মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে শিগগিরই ব্যবস্থা নিতে হবে: তারেক রহমান

১৬

ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় 

১৭

১ মাসেও হয়নি উপাচার্য ভবনের ভাঙ্গা দরজার মেরামত, অভিযুক্তরা বলছেন অভিনয়

১৮

কোতয়ালী উত্তর থানা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

ববি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

২০