বরিশালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ‘‘জাল বৈদেশিক মুদ্রা’’ ও ১ টি বাজাজ ডিসকভার ,মোটরসাইকেল সহ আটক ২ জন।
বিএমপি গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো: জাহিদ হাসান, এএসআই (নিঃ) মো: জাকির হোসেন, মো: সাইফুল ইসলাম, মো: মোজাম্মেল হক, নাজমীন আক্তার গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০জুলাই বিকেল ৩ টায় কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডস্থ সাগরদী আমতলার মোড় হোটেল মুন এর ৩য় তলার তিন নং কক্ষের ভিতর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত আঃ সানু ফকির (৪০), পিতা-মৃত নিজাম উদ্দিন ফকির, মাতা-কুলসুম বেগম,পাতাকাটা, ৮ নং ওয়ার্ড, চাওড়া ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনা, মোঃ মিজানুর রহমান খান (৩০), পিতা-সোবাহান খান, মাতা-মমতাজ বেগম, পাতাকাটা, চাওড়া ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনাদের হেফাজত হতে ০৪ (চার) টি কাগজের তৈরী সৌদি রিয়াল সাদৃশ্য জাল নোট এবং ১ টি বাজাজ ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
অভিযুক্তগণ দীর্ঘদিন থেকে পারস্পরিক যোগসাজসে উদ্ধারকৃত জাল বৈদেশিক মুদ্রা সহজ সরল মানুষদের নিকট অরিজিনাল বৈদেশিক মুদ্রা বলে বিক্রি করে প্রতারণা করে আত্মসাৎ করে।
উল্লেখ্য যে অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।