ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের দেশে ফেরার পথে আরও যেসব বাধা

নিউজ ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় মামলায় খালাস পেলেও এখনো চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি।

গ্রেনেড হামলার মামলায় বেকসুর খালাস পাওয়ার পর থেকেই তার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সব মামলা নিষ্পত্তির পরই তারেক রহমান দেশে ফিরবেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তার (তারেক রহমান) বিরুদ্ধে এখনো ৪টি মামলা বাকি রয়েছে। মামলাগুলো হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, সম্পদ বিবরণীর মামলা, অর্থ পাচার মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলা নিষ্পত্তির পরই তারেক রহমান দেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে তার বিরুদ্ধে অন্তত ৮৪টি মামলা হয়েছে। এই ৮৪ মামলার মধ্যে ৫টিতে দণ্ড হয় তারেক রহমানের। আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন ৩৯ টি মামলা থেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।