ব্রজমোহন বই-বন্ধুর পক্ষ থেকে আমরা পরিদর্শন করেছি ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত বরিশাল পাবলিক লাইব্রেরি—এক সময়ের প্রাণচঞ্চল জ্ঞানকেন্দ্র, আজ নীরব, উপেক্ষিত, ধ্বংসপ্রায়।
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ১০-১২ হাজার বই। ধুলোময় তাকগুলোতে ঠাঁই নিয়েছে দুর্লভ সব গ্রন্থ, যেগুলোর একটির বিকল্প আরেকটি নয়। এই লাইব্রেরিতেই পদচারণা ছিল বহু গুণী মানুষের, এসেছিলেন জ্ঞানের সাধক আরজ আলী মাতুব্বরও।
কিন্তু আজ?
দেয়ালে ফাটল, বইয়ের পৃষ্ঠায় পোকা, আর চারদিকে শুধুই অবহেলা।
এটা শুধু একটা লাইব্রেরি নয়—এটা আমাদের অতীত, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের বাহক।
আমাদের জোর দাবি—প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব না হলেও, অনতিবিলম্বে যেন বইগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
একটি জাতি তার জ্ঞানভান্ডার রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে গড়ে উঠবে?
লেখা : মুহাম্মাদ ইয়ামিন
প্রতিষ্ঠাতা- ব্রজমোহন বই-বন্ধু
মন্তব্য করুন