ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারি-মার্চে মিলবে আইএমএফের ঋণের ১ দশমিক ১ বিলিয়ন ডলার: অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আন্তজার্তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন ডলার পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইএমএফ’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, চলতি অর্থবছরে আইএমএফ, বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের কাছে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার আশা করছি। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারের জন্যই এই বাড়তি সহায়তা চাওয়া হবে। দেশের কল্যাণেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আইএমএফ’র প্রতিনিধি দলটির সাথে আলোচনা হয় হয়েছে। বৈঠকে এসব বিষয়ের অগ্রগতি তাদের কাছে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তাহবিলের সাথে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি চলমান রয়েছে। এরইমধ্যে সেই ঋণের ৩ কিস্তি ছাড় করেছে সংস্থাটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।