চলমান তীব্র তাপদাহ ও গরমে তৃষ্ণার্ত মানুষের মধ্যে স্বস্তি দিতে লেবুর শরবত বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন উদ্যোগে এ শরবত বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল ) সকালে বরিশাল হাতেম আলী চৌমাথা সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে আসা স্কুল-কলেজ শিক্ষার্থী পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে এ শরবত বিতরণ করা হয়।
মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শরবত পানকারিরা।
মানবতার সেবায় রক্তদান ফাউন্ডিশনের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন বলেন, আমাদের সংগঠন এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হয়,এখন পযন্ত তিনটি স্থানে শরবত বিতরণ করা হয়েছে প্রথম দিন বাকেরগঞ্জ বাস স্টেশন ২য় দিন পাদ্রীশিবপুর নিউমার্কেট বাজারে আজ বরিশাল হাতেম আলী চৌমাথায় শরবত বিতরণ করা হয়েছে।
দৈনন্দিন কাজের জন্য যে সকল শ্রমজীবী ও পথচারী মানুষ এই গরমে জীবন অতিষ্ঠ হয়ে যায়, তাদের একটু শান্তির জন্য ঠান্ডা পানি, লেবু, ট্যাক, তোকমা , ভুষি আপেল, ও চিনির সঙ্গে বরফ একত্রিত করে এ শরবত তৈরি করা হয়েছে
সংগঠনের প্রতিষ্ঠাতা সৌরভ হাওলাদার বলেন তাপপ্রবাহের কারণে দিশেহারা হয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া ৫ শতাধিক মানুষকে সরবত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। যাতে করে একটু হলেও শান্তিতে সড়কে চলাচল করতে পারে। সংগঠনের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে কিংবা সংগঠনের নিজস্ব অর্থে হলেও আগামীতে এ কর্যক্রম অব্যাহত থাকবে।