ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল ডেটায় চলছে না ফেসবুক-মেসেঞ্জার-টেলিগ্রাম

অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কে আবার বন্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। একইসঙ্গে বন্ধ রয়েছে মেসেজিং অ্যাপ মেসেঞ্জার, টেলিগ্রাম-ও। প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করা হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট নেট পরিষেবা ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম চালানো যাচ্ছে।

একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, মোবাইল ডেটা ব্যবহার করে তারা বারবার চেষ্টা করেও ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহার করতে পারছেন না।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই দুপুরের পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।