ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কোটা সংস্কার আন্দোলন : বরিশালে নানার বাড়িতে শায়িত হলো শান্ত

Tanjil Islam Shuvo
জুলাই ১৭, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে নিহত কলেজছাত্র ফয়সাল আহমেদ শান্তর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মানিককাঠি গ্রামের নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন বলেন, শান্ত’র গ্রামের বাড়ি বাবুগঞ্জের মহিষাদী গ্রাম। কিন্তু জন্ম থেকেই তার বাবা-মা চট্টগামে বাস করতো। জোহরবাদ মানিককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে জানাজা হয়। পরে গ্রামের নানার বাড়ি হাওলাদার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত শান্ত’র ফুফাতো ভাই মো. জুয়েল বলেন, শান্ত ও তার এক বোন রয়েছে। তার বাবা জাহাজের পুরনো আসবাপত্রের ব্যবসা করেন। তার বাবা গ্রামের বাড়িতে ছিল। দুপুর ১২টার দিকে তার মা লাশ নিয়ে আসে। দুইটার দিকে জানাজা শেষে দাফন করা হয়েছে। শান্তর বা‌ড়ি‌তে চল‌ছে শোকের মাতম।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে চট্রগ্রামের ষোলশহর এলাকায় সংঘর্ষে নিহত হয় শান্ত। সে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। চট্রগ্রামের ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।