আজ ১৯ এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার ১৯৭২ সালের এই দিনে কৃষকের দূর্রদশা দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতা আজ সকাল ১১ ঘটিকায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনার)সংসদ সদস্য এস এম শাহজাদা,এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্ এই সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা,কৃষক লীগের সভাপতি,সংগঠনিকের সকল সদদ্য এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ,মহিলালীগ,ছাত্রলীগ সহ সকল সংগঠনের নেতা কর্মী সহ গলাচিপার সাধারণ কৃষক।
কৃষকলীগের প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এর মধ্যে সকাল দশ ঘটিকায় জাতীয় পতাকার পাশাপাশি কৃষকলীগের পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরলে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা।
উক্ত কর্মসূচিতে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরলে পুস্প অর্পণ করেন পটুয়াখালী -৩(গলাচিপা ও দশমিনার) সংসদ সদস্য এসএম শাহজাদা, এমপি গলাচিপা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্ সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী পরবর্তীতে আওয়ামী লীগের পার্টির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা কৃষকলীগের সভাপতি মোঃ মশিউল ইসলাম রুবেল।
উক্ত আলোচনা সভায় মূল্যবান আলোচনা করেন গলাচিপা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আলোচনা পেশ করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক, সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী।
বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্ তার আলোচনায় তিনি বলেন কৃষকলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশ কৃষকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য,বাংলাদেশ কৃষকের জন্য আধুনিক সরঞ্জাম প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে এজন্য তার পাপ্য সম্মান অধিকার দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন।
এরপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পটুয়াখালী-৩ (গলাচিপ ও দশমিনা) সংসদ সদস্য এস এম শাহজাদা, এমপি তার আলোচনা তিনি বলেন বর্তমানে জলবায় পরিবর্তনের কারণে কয়েকদিন যাবত সারা বাংলাদেশ সহ গলাচিপায় ভয়াবহ তাপমাত্রা অতিক্রম করছে এজন্য কৃষকলীগের মাধ্যমে তিনি সাধারণ মানুষ ও কৃষকদের ঘনঘন স্যালাইন পানি ও ছায়ার নিচে অবস্থান করে কাজ করার পরামর্শ দেন।