মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর গাজা এবং লেবাননে আগ্রাসন বন্ধে কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার (৯ নভেম্বর) ট্রাম্পকে অভিনন্দন জানানোর কথা জানিয়ে এরদোগান বলেন, তাদের মধ্যে গাজা ও লেবাননে গণহত্যার বিষয়ে কথা হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টকে তার ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি গাজা এবং লেবাননে গণহত্যার বিষয়েও আলোচনা করেছি আমরা। আশা করছি আমার প্রিয় বন্ধু দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর আগের প্রশাসনের ভুল নীতি পরিহার করবেন। বিশ্বাস করি, যুদ্ধ বন্ধে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।