ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাইতে সরকারি গাছ কর্তন, বাঁধা দেয়ায় ইউপি মেম্বারকে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কবির জোমাদ্দার ৩ টি মুল্যবান মেহেগনি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় স্থানীয় ইউপি সদস্য ছালাম ফরাজি বাঁধা দিলে তাকে নানাভাবে হুমকি ধামকিসহ সন্মানহানির চেষ্টা করেন অভিযুক্ত কবির জোমাদ্দার।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য ছালাম ফরাজি বলেন, গাছ তিনটি খাস জমিতে ছিলো। অবৈধভাবে কবির জোমাদ্দার গাছ কাটতে গেলে আমি বাঁধা দেই। তখন তার সাথে ব্যাপক বাকবিতন্ডা হয়েছে। আমার কথা না শোনায় বন বিভাগে ফোন করে জানিয়েছি।

অভিযুক্ত কবির জোমাদ্দার বলেন- এ গাছ আমার রেকর্ডীয় জমিতে রোপন করেছিলাম। তাই আমি কেটেছি। এতে কার অনুমতি নেবো।

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো সরকারি গাছ কাটা যায় না। কিন্তু তিনি সেই নিয়ম মানেনি। আমরা রবিবার সরেজমিনে দেখবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।