ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান সেনা হেফাজতে

নিউজ ডেস্ক
আগস্ট ১২, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে গ্রেপ্তার করেছে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল কার্যক্রম শুরু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) বলেছে, ভূমি আত্মসাত মামলা এবং অবসরের পর সেনাবাহিনীর একাধিক আইন লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশ লেফটেন্যান্ট-জেনারেল (অব) ফয়েজ হামিদকেকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, পাকিস্তান আর্মি অ্যাক্টের বিধানের অধীনে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের (অব.) বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য চলতি বছরের এপ্রিল মাসে সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছিল বলে জানা গেছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) হামিদ ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। সেসময় তাকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।