শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সোয়া ৮টায় ঢাকা বার্ডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বরিশালের প্রবীণ সাংবাদিক নেতা কাজী বাবুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বার্ডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মৃত্যুতে, বরিশাল পত্রিকার পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন, পত্রিকার
সম্পাদক : মো: শাহাজাদা হিরা, প্রকাশক : তানজীল ইসলাম শুভ সহ বরিশাল পত্রিকার পরিবারবর্গ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।