এক সুদানি প্রবাসীকে হত্যার দায়ে সৌদি আরবে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তরা সবাই ইথিওপিয়ার নাগরিক। বুধবার (৩১ জানুয়ারি) রিয়াদে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি আরব। খবর গালফ নিউজের।
ভুক্তভোগীকে হাত পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে জানা যায়। এছাড়াও, তাদের বিরুদ্ধে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই, ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এর আগে, গত ডিসেম্বরে এক ভারতীয় প্রবাসিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসিকে সর্বোচ্চ শাস্তির আদেশ দেয় সৌদি আদালত।
উল্লেখ্য, ২০২১ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট বলছে, ২০২০ সালে যেসব দেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তার চারটিই মধ্যপ্রাচ্যে। সেবছর গোটা বিশ্বে যে ৪৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা যাচ্ছে, তার ৮৮ শতাংশই হয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ– ইরান, মিশর, ইরাক ও সৌদি আরবে।