ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. ফিচার
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

‘১০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল’

Tanjil Islam Shuvo
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রায় চার মাসের যুদ্ধে অন্তত ১০ হাজার ‘হামাস’ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার হামাস সদস্য। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসে নিজেদের লক্ষ্য অর্জন হয়েছে বলেও দাবি করেন গ্যালান্ত। বলেন, এই অঞ্চলে থাকা হামাস ব্রিগেডকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় ১২শ’ নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। জিম্মি করা হয় ২৫০ জনকে, যাদের ১৩২ জন এখনও গাজায় আছেন। এরপর থেকে প্রায় চার মাস গাজায় সর্বাত্মক হামলা চলাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনির।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।