প্রিয় ছাত্র সমাজ এ দেশের ছাত্ররা কখনো হারেনি, হারতে শিখেনি। এদেশের ছাত্ররা আন্দোলন করেছিলো বলেই ৫২ এর ভাষা আন্দোলন ৬৯ গন অভূত্থ্যান ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৮৯ তে সৈরাচার এরশাদ সরকার পতন হয়েছিলো। তাই ছাত্রসমাজের কাছে অনুরোধ এই সব ভয় হামলা মামলা রক্তচক্ষুকে উপেক্ষা করে মাঠে নেমে আসুন, মনে রাখবেন আজ যদি আপনারা না নেমে আসেন তাহলে হেরে যাবে ছাত্রসমাজ, আর এই ছাত্র সমাজ হারা মানে বাংলাদেশ হারা, আপনি কি চান এই স্বাধীনতার ৫০ বছরে এসে আবার হেরে যাক বাংলাদেশ? প্রশ্ন করুন আপনার বিবেককে যদি মনে করেন ঘরে থাকাটাই যৌক্তিক তাহলে তাই করুন।কিন্তু মনে রাখবেন আপনার এই নিরবতার কারণেই হেরে যাবে বাংলাদেশ। তাই আসুন সর্বত্র দিয়ে আমাদের অধিকার আদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি।
আজিজুল ইসলাম, শিক্ষার্থী সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।
মন্তব্য করুন